প্রাচীন কালে ঋষি মুনিষীরা কলিযুগের যে ভবিষ্যৎ বাণী করে গেছে। তা বর্তমানে কত টা মিল আছে।। এটা দেখার আগে একটু জেনে নি কলির জন্ম কিভাবে হবে ।

কলির জন্ম===প্রলয় কাল অবসান হলে ব্রহ্মার পিঠ থেকে ভয়ানক কৃষ্ণ বর্ন পাতকের সৃষ্টি হল। সেই পাতক এর নাম অধর্ম হল।। অধর্মের প্রণয়ীর নাম মিথ্যা , তার সাথে মিলনে একটি পুত্র জন্ম হল যার নাম দম্ভ , দম্ভের ভাগ্নির নাম মায়া। দম্ভ হতে মায়ার গর্ভে জন্ম নেয় দুই সন্তান পুত্রের নাম লোভ আর কন্যার নাম নিকৃতি,
লোভ আর নিকৃতির মিলনে জন্ম হল ক্রোধ, ক্রোধের ভাগ্নির নাম হল হিংসা। এই হিংসা ও ক্রোধের সহবাসে যে সন্তান জন্ম নিলো তার নাম কল্কি।

এবার বলি কলি যুগ কেমন হবে
1 ধর্ম নিন্দকের জন্ম হবে, মনে তারা ধর্ম গ্রন্থ গুলোর নিন্দা করবে
2 বেদ ও ধর্মশাস্ত্র গুলো কে ধ্বংস করতে যত্নবান হবে।
3 রোগ ব্যাধি গ্লানি দুঃখ শোক ভয় ইত্যাদি থাকবে।
4 মনুষ্য ক্ষণিক ও কামুক হবে।
5 দুরাচার হবে ,দম্ভ থাকবে , মা বাবার প্রতি হিংসা পরায়ন হবে।
ব্রাহ্মণ রা বেদ এর নিয়ম উলঙন করে শুদ্রের সেবা করবে।
6 সর্বদা কুতর্ক করতে থাকবে।
7 অধমেরা ধর্ম বিক্রি করবেব
8 পাপ কাজে লিপ্ত থাকবে সর্বদা
9 এদের পরমায়ু হবে ষোড়শ বৎসরন
10 সর্বদা বিবাদ কলহ লেগেই থাকবেম
11 এই কালে যাদের ধন সম্পত্তি ও পয়সা থাকবে তাদেরই কুলীন বলে গণ্য করা হবে।
12 যে সকল ব্রহ্মণ টাকার সুদ নিয়ে জীবিককে নির্বাহ করবে তাদের কেই সকলে পুজো করব
13 এই কালে সন্ন্যাসীরা ঘরেই বাস করবে
14 এরা ধর্ম গুরু ও সাধুদের নিন্দা করবে।
15 এই যুগে বর আর কন্যার কেবল পরস্পর সম্মতিতেই বিয়ে হবে
16 সকলে শঠ ব্যক্তির সাথে সম্পর্ক ও প্রতিদান দেবে।
17 অক্ষম (অকর্মের ঢেকি) ব্যক্তির প্রতি বিরাগ প্রকাশে যত্নবান হবে।
18 এই কালে সবাই নিজেকে পন্ডিত ভাববে
19 যশ লাভের জন্য ধর্ম সেবা করবে।
20 তারাই সৎ হবে যারা জনগনের কাছে লোক পরিচিত থাকবে,
21 গলায় ধর্মের চিহ্ন থাকলেই ব্রহ্মণ হবে।
22 হাতে অস্ত্র নিলেই পরিব্রাজক ।
23 ব্রাহ্মণ রা চন্ডাল (অত্যন্ত নিন্ম শ্রেণী) এর ও যাজক হবে
24 স্ত্রী লোক বিধবা হবে না। তারা সেচ্ছাচারিনি হবে।
25 মেঘ থেকে অসময় বৃষ্টি হবে
26 সরকার প্রজার উপর অত্যাচার করবে
27 হতভাগ্য প্রজারা কাঁধে বোঝা ও সন্তান দের নিয়ে ক্ষুব্ধ হয়ে পাহাড় পর্বত কিংবা জঙ্গলে বাসস্থান করবে। মাংস ফল মূল খাবে আর কৃষ্ণের নিন্দা করবে।
এবার বিচার করে দেখেন এইগুলোর মধ্যে কত টা মিল রয়েছে??

Leave a comment